কবিতা

কবিতা-বলিদান

বলিদান
-সুমিতা পয়ড়্যা

 

 

ভেবেছিলাম একটি সুন্দর সাজানো বাগান দিয়ে যাবো ওদেরকে
ভেবেছিলাম সেখানে শুধুই ফুলের মেলা রাজ করবে,
রাজ করবে তাদের সুন্দর সুন্দর স্বপ্নগুলো।
স্বপ্নগুলো বাস্তবায়িত হবে সত্যের মুখোমুখি হয়ে,
ভেবেছিলাম তিল তিল করে ওদের সুন্দর সত্যের সাম্রাজ্য গড়ে দেব,
ভেবেছিলাম সব যুদ্ধশেষে ওরা শান্তির পৃথিবীতে বাস করবে;
কোন রক্ত ঝরানো গগনতলে ওরা দাঁড়াবে না।
ওরা শুধু সত্য সুন্দরের জয়গান গাইবে।
নিজের কাছেই নিজের প্রশ্ন বান!
ওদের কতটা সুরক্ষা দিতে পারলাম!
পারলাম কি মৃত্যুর যূপকাষ্ঠ থেকে ওদেরকে ফিরিয়ে আনতে!
যে উষ্ণতা দিয়ে বুকে আগলে রেখেছিলাম–
তা কি ছিন্ন বিচ্ছিন্ন হলো না এক নিদারুন অনাচারে!
ভেবেছিলাম এই পৃথিবী আবার রত্ন সম্ভারে ভরে উঠবে
জাতি, ধর্ম, বর্ণবৈষম্য ভুলে গিয়ে মানবতার গান হবে ওদের ঐক্যতান।
শেল ও শল্য ছুঁড়ে ফেলে দিয়ে জীবনের সুন্দরের গান গাইবে।
নিরাপত্তাহীনতার যুগে লজ্জায় মুখ লুকায়
স্বপ্নের সাজানো বাগান দুর অস্তগামীর পথে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page