Site icon আলাপী মন

কবিতা- জীবন সাঁকো

জীবন সাঁকো
-সীমা চক্রবর্তী

 

 

দুর্বল এক সাঁকোর প’রে,
অনন্তকাল দাঁড়িয়ে আছি,
পোক্ত জমি দূর – অস্ত,
মৃত্যুর ঘ্রাণ কাছাকাছি।

মাঝে মাঝেই দুলে ওঠে,
নড়বড়ে এই সাঁকোর তল,
পরলে জানি ডুবেই যাবো৷
কাজল কালো অথৈ জল।

আগু পিছু যেতে গেলেই,
ছিঁড়বে সুতো কারণ ছাড়াই,
অবুঝের মতো তবুও কেন,
সাহারার খোঁজে হাত বাড়াই।

ক্ষয় হচ্ছে সাঁকোর আয়ু,
ক্ষীণ হচ্ছে মনের জোর,
প্রতি মুহূর্তে আতঙ্কে বাঁচি,
ছিঁড়লো বুঝি সাঁকোর ডোর।

Exit mobile version