শেষ বিকেলে মেঘের চিঠি
– সঞ্জিত মণ্ডল
ডেকেছিল মেঘ বলেছিল কথা কবিতার কানে কানে,
জেনে রেখো আমি অশ্রুধারায় ঝরে যাই রাতে দিনে।
ব্যথা দিও না’কো হৃদয়ে আমার কাঠফাটা রোদে দিনে,
মনে রেখো আমি হৃদয়ে তোমার সৃষ্টি আনবো জিনে।
চিঠি পাঠিয়েছি কত না কাহাকে কেউ তোলেনিকো কানে,
কত কেউ কত হেয় না করেছে ঝরেছি বাদল দিনে।
জেনে রেখো আমি সৃষ্টি সুখের উল্লাস আনি মনে,
সৃষ্টি বাঁচবে, বিধাতা হাসবে, ফুলে ফলে পথ চিনে।
বোলোনা বন্ধু আড়ি করে আছ এমন মেঘলা দিনে,
জেনে রেখো আমি হাসি ফোটাবই গোমড়া মুখের দিনে।
তুমি কি দেখেছো সে রূপ আমার আকাশের কোনে কোনে,
চিঠি পাঠিয়েছি হৃদয়ে তোমার কাল বৈশাখী দিনে।
সে চিঠি পড়েছো বিশ্বাস করি তাই আমি পূজা পাই,
তুমি যে আমার অতি প্রিয় প্রিয়া তোমারে হৃদয়ে চাই।।
আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভ কামনা জানাই প্রিয় বন্ধুরা আলাপী মন সকলের মন ছুঁয়ে থাক।আলাপী মন কে আন্তরিক ধন্যবাদ জানাই