Site icon আলাপী মন

কবিতা-“যথাস্থান”

“যথাস্থান”
-সুমিতা পয়ড়্যা

 

 

তোমার ভালো থাকার চাবিকাঠি এখানে
তুমি খুঁজলে রাজ্য, রাজত্ব, কোষাগার
রাজকন্যা তা যেমন খুশি হোক না!
নতুন বেশে নতুন দেশে পাড়ি দিলে বাণিজ্যের তরে।
নতুন নতুন ঝলমলে আলোর রোশনাই মুগ্ধ হল দেহ মন
কি পেলে আর না পেলে জানা নেই
কতটা লাভ হলো সওদা করে?
জানা নেই, জানার ইচ্ছে নেই।
ইচ্ছেগুলো ডুবতে ডুবতে অতল গভীরে নিমজ্জিত।
চাবি ছাড়া সুখের দেরাজ খোলে কেমন করে!
কেমন করে যত্নে থাকে পরমপ্রিয় চাওয়াগুলো!
কেমন করে আগলে রাখে পড়ে পাওয়া চৌদ্দ আনাকে!
ভয় আছে তোমার; দ্বিধা আছে মনে
লজ্জাগুলো দ্বন্দ্বের ক্ষণে ক্ষণের সঙ্গী।
হারিয়েছে যে চাবিকাঠি তা বলবেই বা কেমনে!
অন্তর জানে কোথায় তা হারিয়ে গেছে!
কোথায় গেলে ফেরত পাবে!
পরম যত্নে চাবিকাঠি রেখে গেছে যে ঘরে
জানো, তা আজও সুরক্ষিত আছে তেমনভাবে।
সময় হলে এসো।
স্মৃতির ভিড়ে যদি কখনো মনে পড়ে তখনই এসো।
এখনো ভালো থাকার চাবিকাঠি যথা স্থানে রয়েছে।
এখনো জং ধরে নি; ভালোবাসার আগলে রাখা আছে।
এই চাবি বিশ্বাসের, ভরসার, আনন্দের।

Exit mobile version