কবিতা- সেদিন এসেছিলে

সেদিন এসেছিলে
– মিঠু ঘোষ

 

 

সেদিন এসেছিলে –
নীল আকাশে বলাকার সারি দেখবে বলে,
সেদিন এসেছিলে-
শুধু নিজের একাকীত্ব দূর করবে বলে।

সেদিন এসেছিলে –
শিউলি কুড়োবে বলে ভোরে,
সেদিন এসেছিলে –
তোমার অভিসারের প্রত্যাখানের তরে।

সেদিন এসেছিলে –
শুধু একপলকের হাসিটুকু মনে করবে বলে,
সেদিন এসেছিলে-
শুধু আমার কবিতা শুনবে বলে।

সেদিন এসেছিলে –
শুধু তোমার চিত্র খানি আঁকবো বলে,
সেদিন এসেছিলে –
রবীন্দ্র জয়ন্তী অপরাহ্নে যেখানে মোর কণ্ঠে গান শুনবে বলে,

সেদিন এসেছিলে –
বসন্তের পলাশ নিয়ে আবির মাখবে বলে।

সেদিন এসেছিলে –
আমার মল্লিকার বাগান দেখবে বলে,
সেদিন এসেছিলে –
দুজন একসাথে নির্জন পথে হাঁটবো বলে।

Loading

Leave A Comment