কবে থেকে ডুবে আছি
-সঞ্জিত মণ্ডল
জানো অমৃতা, কবে থেকে ডুবে আছি,
অবোধ বালক জ্ঞান হয়নিকো মোটে-
তবু্ও তোমাকে কতো ভালোবেসে গেছি,
কে তোমাকে অতো সুন্দর করে দিলো!
দিশেহারা সেই জন্মলগ্ন থেকে,
তখন থেকেই বিস্ময়ে চেয়ে থাকি-
বিস্ময় ছিলো তোমার শ্রীমুখ দেখে,
ভালোবাসি তাই তুমি এতো সুন্দরী।
আমার দু’চোখ বিস্ময়ে আজও নত,
হৃদয় দুয়ার খুলে রাখি অবিরত-
কি জানি কখনো বদলাবে নাকি তুমি,
মুখে আর বুকে অমৃত রয়েছে জানি।
যে বিধাতা গড়ে তোমার ও দেহ খানি,
ধন্য জীবন ধন্য শ্রী মুখখানি –
সন্তান পাবে অমৃত ভাণ্ড খানি,
প্রেমিক সুজন বলবে সোহাগ বাণী।
চাঁদ তারা শুধু আকাশের গায়ে নয়,
নারীর কাছেও চাঁদ তারা হার মানে-
কে গড়েছে এই বিস্ময় ভরা নদী,
পাহাড় তো জানে ঝর্ণার পরিচয়।
অরণ্য জানে কোথায় বাহারী লতা,
যদি ঝড় ওঠে কতো ফুল ঝরে যায়-
ঝড় থেমে গেলে নতুনের ছোঁয়া লাগে,
ভালোবাসা, প্রেম, স্নেহ আরো উথলায়।
একরাশ শুভেচ্ছা ও অন্তহীন শুভ কামনা জানাই
আলাপী মন দীর্ঘ জীবী হোক