চাই একটু বিশ্রাম
-সীমা চক্রবর্তী
জানিনা আর কতদূর…
আর কতটা হাঁটলে পাবো পথের ঠিকানা,
হয়তো আনমনে সঠিক দিশা ভুলে
অথবা বেভুলে হারিয়ে ফেলেছি সেই নদী মোহনা।
এই হাঁটার শেষ আছে কি…?
ক্লান্ত দুচোখ জুড়ে কত শতাব্দীর ঘুম জমে আছে,
এখন প্রয়োজন একটু বিশ্রাম
নিজেকে কত আর ঋণী করবো নিজেরই কাছে —
সময়ের কাছে… অবিরাম…
একদিন মৃত্যুর খেলা শেষ করে পৃথিবী সাজবে
আকাশের গায়ে অভিমানী মেঘ মৃদু মন্দে বাজবে।
হয়তো আমার দেখা হবে না আর
দেখা পাবার কথাও না
আমার জন্য আছে শুধু স্মৃতির মেঘমল্লার
আর এক দিশাহীন পারাবার।
নিরালায় একা রোদ্দুর উষ্ণ চুম্বন আঁকে চোখে
আলগোছে জড়িয়ে নিবিড় হয় পরম সুখে,
বোঝে কি আগ্নেয়গিরি জ্ব্বলে ওঠে অন্তরে?
এই অসহ্য দহন অযথাই বাধার পাঁচিল গড়ে।
ঘুমে ভেঙে আসা দু’চোখ খোঁজে মুহূর্তের আরাম
পদতলে হাজার ক্ষত, এবার চাই একটু বিশ্রাম।
সময়ের পাঁকে অসহায় জীবন
রাখেনি হাঁটার হিসাব
এভাবেই কি থেমে যাবে জীবনপঞ্জি….?
প্রশ্নের পর প্রশ্ন জমেছে, নিরুদ্দেশে জবাব।
আজ মনে হয় দীর্ঘ যুগ পেরিয়ে এসেও
পাইনি কাঙ্ক্ষিত পথ, সুদূরপ্রসারী চলার বিরাম,
জেনে বুঝে একটা ভুল অঙ্কে প্রাণপাত করেছি,
পথের ঠিকানা তাই না পাওয়াই স্বাভাবিক
একবার নয়, বারবার মরেছি…
ভুলে ভরা জীবনে এখন চাই একটু বিশ্রাম।