Site icon আলাপী মন

কবিতা- প্রতীক্ষা

প্রতীক্ষা
– সমীর হালদার

 

 

সেদিন নির্জন বসন্তের নিশীথে
ঘুমেরা তখন অজানা কোন দেশে।
হঠাৎ, ‘আপনি’ হয়ে ‘তুমি’
শুধু এক প্রগাঢ় দৃষ্টিপাত আর সবিশেষ মূর্ছা যাওয়া।
তারপর ……
উগ্র ঘ্রাণ..রূপের সুগন্ধ..রক্তের স্বাদ।
…ডাইনোসরের কামাতুর রাতের থাবা।
তারপর একরাশ লজ্জা আর এক অসহায় দৃষ্টিপাত।
আজ সে শ্রান্ত যুবতী
মাতৃত্বের অস্তিত্ব আজ তার দেহে,
কিন্তু নেই কোনও স্থায়ী ঠিকানা,
তাই অপেক্ষা আগামী দিনের।
প্রতীক্ষা আকাঙ্ক্ষিত সূর্যোদয়ের।

Exit mobile version