
কবিতা- ছোট্ট নজরুল
ছোট্ট নজরুল
-অঞ্জনা গোড়িয়া
ছোট্ট দুখু জন্ম নিল
গরীব মুসলিম ঘরে।
জন্ম থেকেই অভাব তাকে
বিদ্রোহী কবি করে।
গানের দলে যাত্রা করে
জুটল কিছু টাকা।
বাবা মায়ের ঘুচল অভাব
দুখুর কপাল ফাঁকা।
লড়াই শুরু দুখুমিয়ার
দারিদ্র্যের বিরুদ্ধে কলম
অসম বিচার শিক্ষা খাদ্যে
কবির মাথা গরম।
কবি সাহিত্যিক লেখক দুখু
সেনাবাহিনীর ও সেনা
সব কাজেতেই এগিয়ে কবি
সাংবাদিকতাও জানা।
রাজদ্রোহী কাজী নজরুল
বিদ্রোহী তার গান।
নিজের সুরে নিজ কন্ঠে
ভরিয়েছে মন প্রাণ।


One Comment
Anonymous
Bidrohi kobi ke soto koti pronam