
কবিতা- ঠিক দাঁড়াবো ফের ঘুরে
ঠিক দাঁড়াবো ফের ঘুরে
-মানিক দাক্ষিত
ভয় ঢুকেছে চোখে- মুখে, ভয় ঢুকেছে অন্তরে,
বলতে পারো ঘুচবে কবে, কোন যাদুবল মন্তরে।
খুশীরা আজ নাইকো মনে, কোন অচেনা প্রান্তরে,
হারিয়ে গেছে শোক তাপেতে, বিষণ্ণতার অম্বরে।
চেনা মানুষ অচেনা আজ, দূরে সরাই চীত্কারে,
স্নেহের বাঁধন টুটছে সদা, এক লহমায় ফুত্কারে।
মরণ আসে যখন তখন, নিত্যনতুন হুংকারে,
স্বপ্ন-আশা তাসের ঘরে, মর্মে মরি ধিক্কারে।
নাইকো হিসাব মরছে মানুষ, জমছে দেহ লাশঘরে,
হারিয়ে স্বজন বিয়োগ ব্যথায়, কান্না শুধু দেশজুড়ে
কঠিন সময়, চলবে লড়াই, নয় থাকা আর চুপ করে,
বিষের অসুর মেরে সবাই, ঠিক দাঁড়াবো ফের ঘুরে।


4 Comments
Anonymous
আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবারের প্রিয় সম্পাদকদ্বয়কে।
ujjwal kumar mallik
খুব সুন্দর হয়েছে ভাই।
মনে রাখি আশা, প্রাণে বল
এই এখন শুধু সম্বল।
Anonymous
sundor
Anonymous
অপুর্ব লেখনী