কবিতা

কবিতা-“আমি আসবো”

“আমি আসবো”
-সুমিতা পয়ড়্যা

 

 

আমি এসেছি তোমার হাতে হাত রাখব বলে
আমি এসেছি তোমাকে ছুঁয়ে শিহরিত হবো বলে
আমি এসেছি তোমার আচ্ছাদনে স্নেহের পরশ নেব বলে!

মন জুড়ে ভালোবাসার অনাবৃত মেঘ
কখনো বর্ষা তো কখনো বসন্ত উঁকি দিয়ে যায়
পাষাণ হৃদয়েও কম্পন অনুভূত হয় ভূকম্পনের মত।

আমি এসেছি কাঁধে কাঁধ মেলাবো বলে
আমি এসেছি ভরসা যোগাব বলে
আমি এসেছি পাষাণ হৃদয়ের গলনাঙ্ক দেখবো বলে!

কতটা কঠিন হলে কতটা তাপ প্রয়োগ করতে হয়
কতটা বরফ হলে কতটা কঠিন হতে পারে
কতটা কাল আস্তরণ পড়ে মতিভ্রম হয়!

আমি এসেছি এসব দেখবো বলে
আমি এসেছি বদলের গান শুনবো বলে
আমি এসেছি পাল্টানোর ইতিহাস পড়বো বলে!

ভালোবাসার মন কিভাবে মরে গেছে
নুব্জ হওয়ার ভারে নাকি হিংসার সংস্রবে
দিন যায়-রাত হয়; আলো-আঁধারের খেলা চলে।
মানুষ হয়েও কি মানুষের সং সাজে আসল নকল সব একাকার করে!
তাই এসেছি আবার ভাঙবো বলে
এসেছি গড়বো বলে
এসেছি হাতে হাত রেখে ভালোবাসার মূল্য বোঝাবো বলে!

আসবো; অনবরত আসবো!
আমাকে আসতেই হবে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page