Anthophobia – Fear of flowers
ভয়সমগ্ৰ ১১
Anthophobia – Fear of flowers
-সোমনাথ বেনিয়া
সুন্দরকে ভয় কেন, দ্বিধাহীন বলো
নিষ্ঠুর যে, সেও কেমন যেন শান্ত, সম্মোহিত
মৌতাতে মেতে কচি ডানার শব্দে শিহরিত বাতাস
শিশিরের সঙ্গে আলিঙ্গন লুকিয়ে দেখে ঈশ্বর
বিধাতার চরণে অকালপ্রয়াণ হাসি মুখে থাকে
হয়তো রেণুর দোষ, মিলনের কথা ভুলে গেলে
নিজেকে কোথাও সুন্দর ভাবো, তুলনায় আনো
ঠোঁটের উপর আনন্দের উচ্ছল তরঙ্গ খেলে যাবে
বুঝে নাও নমনীয়তার অনিন্দ্যসুন্দর কাহিনী
দৃষ্টির ভিতর রাখে সৃষ্টির রূপকথা
কোনো আতঙ্ক নয়, প্রকৃতির গন্ধশয্যা মনোময়
স্পর্শ নিয়ে অন্তরের আলোর সরণে রাখো পদক্ষেপ …