অণু কবিতা- মৃত্যু..

মৃত্যু..
-অলোক শীল

 

 

সময়ে অসময়ে নিঃশ্বাস গোনা,
আমি ছোঁয়াছে
চুপ করে থাকো, নিমন্ত্রণ নিশ্চিত
আজ কাল কিংবা পরশু..

শেষকৃত্যে অপরিচিত মুখ,
আধপোড়া মাংসে নিশাচরের পেটপুজো
তারপর তুমি!
আর
কবিদের মুখে মৃত্যুর সীমাহীন সংজ্ঞা..

Loading

Leave A Comment