Site icon আলাপী মন

কবিতা- কত কথা

কত কথা
-অমিতাভ সরকার

 

 

আকাশের চাঁদ ঝুঁকতে ঝুঁকতে
জানলার কাছে এসে বললো, লুকোচুরি খেলবি।

মেঘ এসে বললো, শুরু করি।

বাতাস চুপিচুপি বললে, ইয়াশ এর সাথে সহবাসের ইচ্ছে;

যেখানে আছে দুর্বার গতি, ঝঞ্ঝা, জল তরঙ্গ থেকে জলোচ্ছ্বাস-

বন্যা, তোলপাড়, ধ্বংস, মুহুর্তের মধ্যে রূপান্তর, লালসার শেষ পরিণতি।
সহবাসের রাত পোহালেই উষা অবসানে নব সূর্য।

ক্লান্তি ভেঙে কর্মযজ্ঞ, লালন পালন, হাহাকার ভুলে আবার হাসি।
শুরু স্বপ্ন দেখা, রাত জাগা পাখির গান শোনা,
বাতায়নে চোখ রেখে ঝরে পড়া তারা দেখা।

জোৎস্নার আলোয় প্রেয়সীর সোহাগে পাশ ফিরে উষ্ণ প্রশ্বাসে ভেজা।

Exit mobile version