মান-অভিমান
-তমালী বন্দ্যোপাধ্যায়
তুমি মুখ ফেরালেই
অভিমানী মন।
ফিরে দেখবার
কী’বা প্রয়োজন?
মন কান্নায় ভিজুক,
হোক কিছু জল অপচয়।
জীবনে জীবন জড়ালে,
এমনই তো হয়!!
কিছু কালো মেঘ
ছড়িয়ে পড়বে জানি।
কিছু ঝরাফুল,
খালি ফুলদানি।
তবু কিছু মান-অভিমান
কারণে অকারণেই।
জানি মিঠে রোদ্দুর এনে দিতে
লাগে সেই তোমাকেই।।