আকাল
-শম্পা সাহা
কারোর জন্য একটা কবিতা বা গল্প লেখা কি এতই কঠিন?
নাকি তোমার কল্পনার ঘোড়া ছুটতে শেখেনি
খাইয়েছো ছোলা, করেছো কত না আবদার
তবু তার চলবার ছুটবার ক্ষমতায় বড়ই অলস ভাব ফুটে ওঠে
জুঁই ফুলকড়িদের গন্ধে যেমন হাল্কা বিরাগ থাকে
থাকে বৃষ্টি ধোওয়া বিকেলের বিষণ্ণতা তেমনি বিষাদগ্ৰস্ত
তোমার কল্পনার ঘোড়ারা ঘাস খায় বাঁধা থাকে
ডাক পাড়ে মিহি সুরে
তুলতে পারেনা বিদ্রোহের সুর বিপ্লবের শ্লোগান
তুমি কি এতোই নিঃস্ব এতই কাঙাল!
চারিদিকে যে এত প্রেম দেখি
ভালোবাসার আজ তবু বড়ই আকাল!