কবিতা

কবিতা- প্রথম দেখা

প্রথম দেখা
– সঞ্জিত মণ্ডল

 

 

প্রথম দেখায় ভালো লেগে গেলে পরে-
সে দেখা কখনো কেউ কি ভুলতে পারে-
হোক সে কবিতা ফুল ফল ঘড়ি চুড়ি,
যাকে ভালো লাগে তাকে কি ভুলতে পারি।
এইবার যদি নারীর কথাই বলি-
চমকে উঠোনা বলবো যে কথা তারই,
প্রিয়দর্শিনী কতো কে যে সুন্দরী,
মিষ্টি হাসি কি কখনো ভুলতে পারি।

দিন যায় দিন আসে নতুন করে –
ভাবনা বিলাসী মন কেমন করে,
স্পর্শ সুখের মতন কি আছে বলো,
বিরহীর বুকে কে প্রলেপ দিয়ে যাবে।
মিষ্টি হাসিতে বিশ্ব জয় হবে-
কঠিন কতোটা গোমড়ামুখোরা জানে,
মোহন বাঁশিটা কে বাজায় বেণুবনে,
শ্রীরাধা কেবল বাঁশির ডাকটি চেনে।

দেখা হবে কবে সে কি আর আমি জানি
তোমার আশায় পথ চেয়ে কাল গুণি,
হাসিমুখে তুমি একবার দেখা দিও,
আশার আড়ালে হতাশা লুকাবো প্রিয়।
যেমন এসেছ সে দিন ঝড়ের পরে-
কালবৈশাখী ছিলো সেই রাতে ঘোর,
হঠাৎ দেখেছি আলোর সে ঝলকানি,
বিদ্যুৎ নয় তুমি এসেছিলে প্রিয়।

সেই থেকে কতো পবিত্র হয়েছি জানো-
যেদিন তোমাকে প্রথম দেখেছি প্রিয়,
মনের মাঝেতে ঝড় উঠেছিলো কতো,
মনেতে আমার আজও গেঁথে আছো প্রিয়।
স্বপ্নের মাঝে দেখা দিয়ে গেলে তুমি-
সে আবেশ চোখে এখনো জড়িয়ে আছে ,
জানিনা আবার কবে দেখা পাবো,
অপেক্ষাতে কি এ জীবন কেটে যাবে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page