Site icon আলাপী মন

কবিতা- অগ্ৰগতির পথে

অগ্রগতির পথে
-সুমিত মোদক

 

আবার নতুন করে শুরু হোক আরেক নতুন জীবনের কথা;
যে কথায় থাকবে কেবল উত্তরণের পথ;
সে পথেই হাঁটবে আমাদেরই প্রজন্ম;

এখন সকাল হতে আর কিছুটা সময় বাকি;
বহু দূর থেকে ভেসে আসছে রাগ ভৈরব;
আজ মাঠে মাঠে বেজে উঠবে গো-রাখালের বাঁশি,
রাইকিশোরীর পায়ের নূপুর …
আমরা তখন বৈষ্ণব পদাবলীতে;

যে শিশুটি নামতা মুখস্থ করতো জোরে জোরে ,
সে এখন অনেকটা পথ পাড়ি দিয়েছে অগ্রগতির পথে;
যে মেয়েটি চু-কিৎ-কিৎ… খেলতো তার ছোট্ট উঠানে,
সে এখন অনেকটা বড় করে নিয়েছে তার উঠান;

চারিদিকে একটু একটু করে ছড়িয়ে পড়ছে
দখিনের বাতাসের স্বরলিপি,
পরিচিত ফুলের সুঘ্রাণ;
সে কারণে এখানে এখনও জেগে থাকে বাদাবন,
মণিনদীর চর, গঙ্গারিডি সভ্যতার টুকরো টুকরো নির্দশন;
জেলে-মাঝি তার নৌকা ভাসায় নদীর জলে;
শুরু হয় নতুন এক ছন্দর;
যে ছন্দটিকে রপ্ত করার আপ্রাণ চেষ্টা করছি;

তাই একের পর এক তুলে নিয়ে আসছি ভাটিয়ালি গান।।

Exit mobile version