Site icon আলাপী মন

কবিতা- কঠিন সময়

কঠিন সময়
-মানিক দাক্ষিত

 

 

ভরসার অভাব, চিড়ধরা বিশ্বাস,
প্রতি শ্বাস নাগপাশ, আটকানো ফাঁস।
পরমানন্দ বিষাদিত, খুশী নিশ্চুপ,
মোহিনীভুবন আজ যেন অন্ধকূপ।
স্বপ্নময় গতিরুদ্ধ জীবনের পথে,
সোনালী আলোরা আজ আঁধারের সাথে।
জীবনের দাম নাই, লহমায় থামে,
অদৃষ্টের পরিহাস লেখা নীল খামে।

চারিদিকে যমদূত পরোয়ানা হাতে,
ঘরে-বাইরে তাণ্ডব চলে দিনে-রাতে।
দেশ আজ ধ্বংসস্তুপ, জ্বলছে আগুনে,
নিরোর মত্ততা দেখি সেতার বাদনে।

হাতে হাত, দেরী নয়, কঠিন সময়,
মোকাবিলা কড়া হাতে, ভয় হোক জয়।

Exit mobile version