Site icon আলাপী মন

কবিতা- আজও সঙ্গী বিঠোফেন

আজও সঙ্গী বিঠোফেন
-সুজাতা দাস

 

 

তুই কি জানিস?
তোর একটা কথাকে সঙ্গে করে কাটাতে
পারি সারাজীবন,
বিঠোফেনের সেই আশ্চর্য সুরে
ডুব দিয়ে খুঁজতে পারি
তোর না বলা ভাষা-
মোৎযার্ট শুনতে শুনতে হারিয়ে যেতে পারি
দিগন্ত বিস্তৃত নীলিমায়
তোকে ভালোবেসে——-
হ্যাঁ তোকে ভালোবেসে সঙ্গী করেছি
অদম্য মৃত্যু পরোয়ানা,
খুঁজে ফেরা জীবনের শেষ অবস্থান
হয়তো কল্পনার মাঝেই-
একটু ছুঁয়ে দেখার আগ্রহটা বেড়েই চলেছে,
বিঠোফেন মোৎযার্টকে সঙ্গী করেছি রাতের কবিতায়-
ভাষা পাল্টে যাচ্ছে….
পাল্টাচ্ছে ছন্দ লয় তাল প্রতি মূহূর্তে-
খুঁজছি নন্দন চত্বর নয়তো রবীন্দ্র সরোবর,
পথ ভেঙেই পথ খোঁজা
তুইতো নোস কুড়ি বা আমিও নই ষোলো
তবুও বয়ে চলে স্রোত ভালোবাসার-
ভেঙে পড়া চুলের রাশির মাঝে
একপেশে মুখের অবয়বে
হয়তো অবাক তুই!!
তবুও আক্ষেপটা থেকেই যাবে,
তোকে হারানোর আনন্দে-
সে সময়ও হয়তো থেকে যাবে বিসমিল্লা
খাঁ-এর করুন সুরের আলাপ।।

Exit mobile version