“ক্ষোভ”
-সুমিতা পয়ড়্যা
আজ কাছে এসেছি বলে দূরে যেতে পারবো না
এমন ভাবনাটা ঠিক নয়।
এর থেকেও অনেক অনেক দূরে চলে যেতে পারি
একা একা হাঁটতে শিখেছি
একা একা পথ চলতে চলতে কখন যেন পথ চলা শিখে গিয়েছি
একা একা নিজের দায়ভার নিতে শিখেছি
আবার একা একা ভালোবাসতে শিখেছি;
হয়তো একদিন হাতে পেয়েছিলাম ভালোবাসার বীজমন্ত্র!
পালন করেছি, বড় করেছি, সযত্নে বাঁচিয়ে রেখেছি।
যা শেখাতে চেয়েছিলে যাবার কালে।
দূর থেকে যেমন ভাবে ভালোবাসাকে ভালোবাসতে শিখেছি
তেমনই আবারও আরো আরো দূর থেকে ভালোবাসতে শিখে যাব।
এতটা আঁধারময় পথ ক্রমশ এগিয়ে গেছি
ভাসতে ভাসতে ছড়িয়ে পড়েছে অনন্ত অসংখ্য লোক লোকান্তরে;
বিষন্নতায় না হয় আবারো আরো বেশি ডুবতে ডুবতে নিজের আমিত্বে গিয়ে মিশব।
তখন না হয় আবারো আরো একবার আর্তনাদ করে বলবো-
-‘আমার একার ভালোবাসা। আমি ভালোবাসি ভালোবাসি।’
না ভালোবাসার ঘরে এসেছিলাম পথ ভুলে, মনের ভুলে!
ভুল কেন! এত সাধ করে আসা।
বারংবার আসতে শুধু ভালো লাগে।
আসব আবার দূরে বহুদূরে চলে যেতে পারব!
অনেক অনেক দূরে ভাবনার গভীরে।