কবিতা- বিদগ্ধ বিবর্ণতা

বিদগ্ধ বিবর্ণতা
-রীণা চ্যাটার্জী

যতটুকু ঝড় উঠে…
ডুবে যায় ভাঙা স্রোতে,
হারিয়ে ডাঙা কিছুটা নোনা জল
বাঁধ ছেড়ে দুরন্ত লোভে
ভরা পেটে বেসামাল আগ্ৰাসী বেগে,
কেড়ে নিতে চায় সৌভাগ্য চিহ্ন,
স্নেহের কোল, ফুটো ছাদ, ডুবন্ত আভাসে।

লোভের রোমে রোমে
বসতির ব্যস্ততা দেখে..
সেই কবে কোন সুদূরে
ম্যানগ্ৰোভ ছেড়ে দিয়েছে হাত-
প্রকৃতির ভূমিকার বিদগ্ধ প্রশ্নে
অভিনয়ের ক্ষত রেখে
অস্তিত্বের সঙ্কটে আর হলুদ নিঃশ্বাসে।

ঝড় থেমে গেলে,
আবার ওঠে ঝড়ের মেলা..
তুমি-আমি তির্যকে
প্ররোচিত সাদা ক্যানভাসে-
ব্যঙ্গের উল্লাসে, আসে দিন,
রাত হাসে, ওরা ভাসে বানে
তীরে এসে তরী.. ডোবানোর আশ্বাসে।

Loading

6 thoughts on “কবিতা- বিদগ্ধ বিবর্ণতা

  1. ঝড়ের পর ঝড় আর অস্তিত্বের সংকটে বেপরোয়া আমরা।খুব সুন্দর লিখলে দিদি।ভালো থেকো

    1. অনুপ্রাণিত ভাই। সস্নেহ ভালোবাসা রইলো।

  2. জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী says:

    বাহ, এটাই বাস্তবিকতা

Leave A Comment