Site icon আলাপী মন

কবিতা- “জীবন যখন বসন্তময়”

“জীবন যখন বসন্তময়”
-সুমিতা পয়ড়্যা

 

 

মিশে যাওয়া অনেক সহজ
ফিরে আসা কঠিন।
মিশে গেলে মরুভূমির মরুদ্যান লাগে না,
নীল আকাশের নিচে বিস্তৃত পথকে অনেক সুন্দর মনে হয়,
হোঁচট খেলেও কোন ব্যথা-বেদনা-যন্ত্রণা ছুমন্তর দিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়;
ঠিকানাহীন পেঁজা তুলোর মতো মেঘগুলোকে কত ছবির আভরণে দেখা যায়।
বিনিদ্র রাতগুলোও জেগে স্বপ্ন দেখে
বালিশের সোঁদা গন্ধটা উবে যায় কোনো এক অজানা অলৌকিকের দেশে।
বসন্ত আসে, জাগ্রত হয় হৃদয় মন্দিরে কত কোলাহল!
বৃষ্টির জলে নোনাজলকে ভুলিয়ে রাখতে হয় না।
একার আলাপচারিতায় সুখের অনুভবে নতুন অনুঘটক;
গন্ধহীন পলাশের ঘ্রাণ নেবার চেষ্টা অবিরাম।
রোজ কত অব্যক্ত কথাদের আনাগোনা;
ক্লান্তির হয় ভিনদেশী!
ভাবনাগুলো বিকেলের এক চিলতে রোদ্দুরের মত উঁকি দেয় হৃদ মাঝারে।
কতই না উচ্ছ্বাস! কতই না গান
সন্ধে নামলেও আকাশ ভরা তারা দেখে মিটি মিটি হাসি।
ছন্দে ছন্দে মুক্তির আনন্দ।
বসন্তের কাব্যিকতায় কোন টানাপোড়েন নেই।
শুধুই ভালোলাগা আর ভালোলাগা।
শুধুই এক উচ্ছ্বল ভালোবাসা জীবনময়।

Exit mobile version