ভেটুল ঘাট ও তুমি
-অমিতাভ সরকার
সময় যখন থমকে থাকে একলা ঘরে আমি,
সেই সময় হাজির হয়ে বিরাজ করো তুমি।
মন উড়ে যায় আমবাগানে ভেটুল গাছের পাশে,
সেইখানেই ডোবায় নেমে বাসন মাজার আশে।
একটা সময় স্নানের খেলায় মেতে থাকতে তুমি,
কিশোর বয়স লজ্জা লজ্জা সম্ভ্রম থাকতো চুমি।
বয়েসে এখন বরফ জমে, হারিয়ে গেছে সে মন,
পাশের ঘরের বৌদি এসে মন মাতায় অনুক্ষণ।
তবুও আজো সাঁতার কাটো বরফ জমা বুকে,
এখনো তুমি বাসন মাজো ভেটুল গাছের ঘাটে।
একলা ঘরের নীরবতা আর ভেঙো না তুমি,
তোমার সুখেই সুখ থাকুক হৃদয় খানি চুমি।