কবিতা- আষাঢ়ে প্রেম

আষাঢ়ে প্রেম
– অলোক শীল

 

 

সাদা কালো বা রঙিন
রঙিন’এ আসক্ত,
ভালোবাসা’কে বলা হয় অপমান!
তুমি জানো সুন্দরী নারী?
এক-হাজার বছরের প্রেম ভালোবাসা
আজ আষাঢ়ে গল্প

সেদিনও প্রেম ছিল অল্প-সল্প
হুংকারে ভয়, তুমি চরিত্রহীন!
দিন যাবে, বছরও, আমি তুমিও..
মনে পড়ে সেদিন? ভাত ঘুমের স্বপ্নে
তুমি তুমি,
আজ অতিক্রমের অতীত
হায়রে ভালোবাসা সর্বনাশা।

Loading

Leave A Comment