কবিতা- উষ্ণ মেঘ

উষ্ণ মেঘ
-অমিতাভ সরকার

 

 

পাহাড়ি ঢালে টুসটুসে কমলালেবু,
এলোচুলের হাওয়াতে যৌনতার আবাদ।
ল্যান্ডরোভারের ঠাসাঠাসিতে উষ্ণতা বিক্রি হয়;
এক গ্লাস গরম চায়ের ভাপের মত।
ঝিরি ঝিরি ঝড়ার জলে মুখে সাবান আর মাথায় শ্যাম্পু, আঁচড়ান চুলে পরিপাটি।

ঝকঝকে দাঁতে হৃদয়ের হাসি।
পাহাড়ের ঝুলে থাকা বৃক্ষের পাশ দিয়ে কখন সখন গড়িয়ে পড়া নুড়ি পাথরের নৃত্য।
অনতিদূরে সবুজের মাখামাখিতে ভরা চা গাছের ভান্ডার।
হিমশীতল ঠান্ডায় ঠকঠক করতে করতে লিপস্টিক রঙিন মুখের বাষ্পে গুড়ি গুড়ি মেঘ জমে ।

কিছুক্ষণ আগে দেখা সেনচল লেকের বুকে নিরোদ মালার মত।
পাহাড়ি মেয়েটা বুঝতে পেরেছিল বুকের মধ্যে উষ্ণ মেঘ জমেছে।

হাসতে হাসতে হাত ধরে পাহাড়ের ঢালের মাথা নিচু নিশ্চুপ ঘরে নিয়ে গেল।

Loading

Leave A Comment