Site icon আলাপী মন

কবিতা- জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী
– উজ্জ্বল সামন্ত

সংসারে আজ সাজো সাজো রব, যে গৃহে আছে বিবাহিত কন্যা,
বছরের এই একটি দিন, বাঙালি পরিবারের নিয়ম নীতির নেই তুলনা।
শাশুড়ি মা আজ ব্যস্ত ভীষণ উঠেছেন সেই কোন ভোরে।
কখন না জানি মেয়ে জামাই এসে, কড়া নাড়বে ঘরের দুয়ারে।।

শ্বশুর মশাই চা মুখে দিয়ে ছুটেছেন বাজারে সকালেই,
ইলিশ, পাবদা, খাসির মাংসের ছ্যাঁকায় চোখে জল আসে অচিরেই।
ব্যাগভর্তি বাজারে গলদঘর্ম, গিন্নির আদেশে যেন না হয় ত্রুটি!
না হলে আর আস্ত থাকবে না কর্তার, চটকাবে গুষ্টির পিন্ডি।।

জামাইয়ের ভুরিভোজ, শাশুড়ি তৃপ্ত নতুন গয়না বা শাড়িতে,
মেয়ের মুখ আহ্লাদে আটখানা জামাইয়ের প্রাপ্তিতে।
সদ্য বিবাহিত বা পুরোনো জামাই, আপ্যায়নে খামতি হয় না,
মেয়ের সুখে বাবা-মার সুখী হওয়া, কার না মন চায়না।।

ষষ্ঠীর ফোঁটায় বেঁচে থাক শাশুড়ি জামাইয়ের সম্পর্ক,
শাশুড়ি মা-ই আসল এখন, নিজের মায়ের খোঁজ না নিলেও।
বৌমা যদি কন্যা হয়ে, বৌমা ষষ্ঠী পালন হয় ঘরে ঘরে।
সংসারের সব অশান্তি মুছে, সংসার আবার সুখের হবে।।

Exit mobile version