Site icon আলাপী মন

কবিতা- হে অনন্ত তোমাকে

হে অনন্ত তোমাকে
-সুজিত চট্টোপাধ্যায়

এসো, মনের আগুনে মন পোড়াই।
একটু জ্বালা, তাতে কী!
এসো, আলোকিত করি
বাঁশিতে মূর্ছনা তুলি, ভৈরবী কিংবা
বসন্তবাহার অথবা..

কর্ণ দান দিয়েছে, রক্তাক্ত বক্ষদেশ
ঈশ্বরের কপটীয় ছল।
কুন্তীর মনভাঙা অশ্রু, অতীত নিষ্ঠুর
নিষ্পাপ ধর্ম নয়, একলব্য, অভিমন্যু যথা।

হে কেশব, এসো মাধব,
মাধবীকুঞ্জ নয়, এসো সখা
মনের আগুনে মন পোড়াই,
কথা রাখো চক্রপাণি, অধর্ম বিনাশ
যুগে যুগে নিরন্তর।
অতঃপর…
শিখি পাখায়, ভালবাসার প্রলেপ বিলাই ।

Exit mobile version