কবিতা- ওদের ভাঙতে পারবে না..

ওদের ভাঙতে পারবে না..

-অমল দাস 

 

 

আবহাওয়ার খবর -বজ্রঘন ঝড় বৃষ্টি..  

এখন চৈত। চৈতের শেষ

কালবৈশাখী আসবে – চালা ঘরে আতঙ্ক

 

কালবৈশাখী! আসুক…

তাতে ছেলেটির কি?

ওকে ভাঙতে পারবে? ভাঙার কিছু নেই…  

অনেক আগেই ভেঙেছে – বাপ মারা গেলো..  

আবার ভাঙলো যখন মা চলে গেলো

আবার যখন হাতের খাবার কুকুরে খেয়েছে

উদ্বায়ী প্রেম বাতাসে মিশেছে..  

 

কালবৈশাখী! আসুক…

তাতে মেয়েটিরই বা কি?

সে কবেই বিধবা রঙ গায়ে ঢেলেছে

লাথ খেয়ে গৃহ হারা –রাস্তায় নেমেছে

এগিয়ে আসা সাহায্যের হাত কাপড়ও খুলেছে

তারপর নিয়ন আলোর গলিতে পশুর গালে চুমু দিয়েছে..

 

কালবৈশাখী! আসুক…

ওদের ভাঙতেই পারবে না

নিঠুর পৃথিবীর ঘা সয়ে সয়ে ‘স্টেনলেস স্টিল’ হয়েছে

কালবৈশাখী -খড়ের চালা উড়িয়ে নেবে

গাছের ডাল ভাঙবে -পাতা ঝরাবে

বৃষ্টি জলে চুবিয়ে রাতের ঘুম কাড়বে

তাতে কিই বা হবে…

অসহায়কে পিষছে সবাই -প্রকৃতিও পিষবে

কাল আবার প্রভাতী আলো জ্বলবে

আবার লড়বে –মচকাবে- ভাঙবে না

কালবৈশাখী ভাঙতে পারবেও না!  

 

Loading

2 thoughts on “কবিতা- ওদের ভাঙতে পারবে না..

Leave A Comment