কবিতা- ব্যর্থ প্রেম

ব্যর্থ প্রেম
-রাখী চক্রবর্তী

 

 

পর্বতের চূড়ায় একাকী আমি দাঁড়িয়ে,
সমতলে স্মৃতিগুলো প্রেমের উষ্ণতা বিলোচ্ছে,
বিশ্বাস সওদা করেছে তাই সোহাগী
থেকে হয়েছি অভাগী,
যেমন বৈকালিক সন্ধ্যার সূচনা করে
সন্ধ্যার অবসান হয় শঙ্খ নিনাদে
তেমন আমার জীবনে
ভালোবাসার স্নিগ্ধ পরশ জিজ্ঞাসা চিহ্ন নিয়ে
বেসামাল হয়ে পড়ে আছে খাদে,
উপাসনা উপাচার নৈবেদ্য যা যা সাজিয়েছি প্রেম পুজারীর তরে
আজ ব্যর্থ সবটাই
একরাশ ঘৃণা জমে আছে প্রেম কাহিনীর উপসংহারে।

Loading

Leave A Comment