Site icon আলাপী মন

কবিতা- যেথায় নেই মানা

যেথায় নেই মানা
-অমিতাভ সরকার

 

 

কবিতার কি আছে কোন মানা?
মন চাইলে ছোটায় তড়িৎ হানা।
ইচ্ছে যখন, বসে রূপসী ঠোঁটে,
মন খারাপ, সূর্য যখন পাটে।

বৃষ্টি যখন অঝোর ধারায় পড়ে,
আষাঢ় হাসে নরম চিবুক ধরে।
হাত তুলে বৃষ্টি স্নানে ব্যস্ত,
বেলি তখন গন্ধ সামালে ত্রস্ত।

ইচ্ছে হলে তারার দেশে ছোটে,
মন চাইলে চাঁদটা যখন ফোটে।
উদাস হাওয়া লাজুক আঁচল খোঁজে,
কবিতা তখন সলজ্জ মনের সাজে।

নদী যখন ভাটার দিকে ছোটে,
ভাটিয়ালি সুর উজান পালে বটে।
প্রদীপ যখন সন্ধ্যা নিয়ে আসে,
জোনাক জ্বলা বাবুই নীড়ে হাসে।

ভিড়ের মাঝে তাকেই ঠিক চেনে,
দুলতে দুলতে যখন চলে ট্রেনে।
তার হাসি অনেক গল্প সাজায়,
আনন্দ, দুঃখ, বিদ্বেষ কিনা বোঝায়!

বর্ষা যখন করেছে ধরিত্রীকে সিক্ত,
প্রেমের হাসি উড়িয়ে হও রিক্ত।
হাসবে দিঘি, হাসবে কত শতদল,
প্রেমের বাতাস করবে তখন দখল।

কবিতা ছোটে হৃদয় উজার করে,
মেঘের ভেলায় পাহাড় দেখার তরে।
জোড়া টিয়ার শিরিষ গাছে বাসা,
কবির চোখে বড়ই দেখতে খাসা।

Exit mobile version