কবিতা

কবিতা- অন্যরকম

অন্যরকম
-সঞ্চিতা রায় (ঝুমকোলতা)

 

 

তুমি আমার জীবনে দখিনা বাতাস
হয়েই থেকো, যেমনটি ছিলে এতকাল,
তোমার সথে হওয়া
ছোট ছোট কথাগুলোও এখনও
আমার জন্য আনন্দের বার্তা বয়ে আনে,
যতই হোক না তা ভার্চুয়াল।

একটা সময় ছিল, যখন তোমার সাথে
কিছুক্ষণ কাটালে মনটা ভীষণ
ভীষণ ভালো হয়ে যেত, তাই কারণে
অকারণে ছুটে যেতাম তোমার কাছে
কাটাতে কিছুটা সময়।

যদিও সম্পর্কটা ছিল নামবিহীন।
আমি অবশ্য এর নাম দিয়েছিলাম
মিষ্টি মিষ্টি বন্ধুত্ব..
যে বন্ধুত্বে স্বার্থে কোনো রঙ নেই।
কখনও বা মনে হতো, এটা বোধ হয়
বন্ধুত্বের চেয়েও কিছু বেশী।
না একে আমি প্রেম নাম দিতে নারাজ।
নারী পুরুষের কাছাকাছি আসা মানেই
তাকে একটা নামে বা সম্পর্কে বাধতেই হবে
এ কেমন বিধান সমাজ তোমার?
কোনো অধিকার বোধে বাঁধতে চাইনি,
বাঁধতে চাইনা তোমায়।
তোমার মনের যতটুকু অংশ আলোকিত
করে আমি আছি, তা নিয়েই খুশি আমার স্বত্বা।
আমার সবটুকুও তো আমি দিইনি তোমায়।
তবু আছে ভালোলাগা, তবু আছে কিছুটা প্রেম।
তাই হয়তো মন তোমার বার্তার প্রতীক্ষায় থাকে,
তোমার বার্তা, তোমার সম্পর্শ নিয়ে আসে আমার জন্য, আমার মুহূর্তগুলোকে রঙিন করে।
জানো, যেদিন প্রথম তোমার দূরে যাওয়ার কথা শুনেছিলাম, অদ্ভূত এক দলাপাকানো কষ্টে
মন ভরে গিয়েছিল, ভাবছিলাম মন খারাপের
মুহূর্তগুলোতে, আমি যে একা হয়ে যাব।
কিন্তু আজ দেখো, সব অনুভুতিগুলো আমার
বশ্যতা স্বীকার করেছে।
দূরের তুমি আরো আরো কাছের হয়ে আছ,
ছোট ছোট দেখা হওয়া, ছোট ছোট বার্তার বিনিময়ে।
তুমি না হয়, গরমে এক ঝলক ঠাণ্ডা হাওয়া, শীতে একটু
উষ্ণতার পরশ হয়েই থাকলে আমার জীবনে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page