প্রতীকী
-রীণা চ্যাটার্জী
অনুভূতিরা ভাগ হয়েছে শেষে
চেতনার ধ্বংসের সীমানায়
সুখ-দুঃখের মাঝে অবচেতন ধসে।
নদীর দু’কুলের করালগ্ৰাসের দূরত্বে
জোয়ারের উচ্ছাসে অভিমানী আবর্জনা
ভাটায় ভাসে পাড়ে-
পড়ে থাকে মৃত স্মৃতি
ছিন্ন দলিলের মতো একপাশে।
মূল্যহীনতার হীনমন্যতায় ক্লিশে থেকে
ক্লিশতর হাসির কৌতুকী বদান্যতায়..
পাড় ভাঙে, পাড় গড়ে বহমান ধর্মে-
চক্রান্তের সাক্ষ্য দেয়…
গ্ৰহণের গ্ৰহ দোষ বান আনে,
অনিবার্যতায় ডুবন্ত ক্ষিতি-
প্রতীকির প্রতীক্ষিত প্রতীক্ষায়,
ভাসিয়ে দিয়ে, ভেসে যায় মৃত অনুভব..
সাথে নিয়ে ভাগ্যের হৃত কলরব।