কবিতা

কবিতা- গভীর রাতের নেশা

গভীর রাতের নেশা
-সীমা চক্রবর্তী

 

 

রাতের আকাশ বড় মোহময়…
নেশা নেশা ঘোর লাগা,
নীরবেও কত কথা বলে যায়
সে কথা শুনবো বলেই আমার রাত জাগা।
থমথমে আকাশটাও থাকে আমার অপেক্ষায়,
রাতের গভীরতায়….
চঞ্চল চোখে স্মৃতিদের ভীড়
খামখেয়ালি ভাবনাগুলো বুকের ভিতর অস্থির,
কেবলই ডানা ঝাপটায়…

এই দীর্ঘ রাত আমার একার…
ভেবেই ভালো থাকা,
রাতের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া,
বাকি সময়ের সবটুকু তো জলজে ঢাকা।
জীবনটা এখন স্বচ্ছ ক্ষীণ স্রোতের মতো
রাতের চাদরে যে টুকু প্রাণ পায়
তাই নিয়েই মন সূর্যের আলোয় বসে
অন্ধকার দিয়ে রাতের দুঃখ সাজায়
যন্ত্রণাগুলো নীল হয় চাঁদের ছায়ায়…

ঘুম নেই, তাই স্বপ্নও নেই…
রাত জাগা চোখে জমে অনিয়মের ক্ষত
বলতে না পারা কথারা রাতের তারা হয়ে
জাগিয়ে রাখে অবিরত।
এভাবেও টিকে থাকা যায় পৃথিবীর বুকে
বোবা কান্নায় মাথা ঠুকে,
আমার ভালোবাসার রাতের গভীরে অতি চুপিসারে…
নজরবন্দি শরীর থেকে একদিন, এরকম এক রাতে,
অধীর মনটা ঠিক পৌঁছে যাবে মুক্তির দ্বারে।

নাগরিক জীবনে অনিবার্য বলে কিছু নেই,
সবই মিশেছে সেই অনিশ্চতাতেই….
তবু আকাঙ্ক্ষার শেষ নেই,
একটা মরলে আরেকটা জন্মায়…
দলছুট মেঘেদের মতো…
চিন্তার জটে বিবর্ণ রাত মুখ ঢাকে
তারার আঁচল টেনে
আরেকটা দিন শুরু হয় রাত্রির আশায় দীর্ঘ প্রহর গুনে…

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page