যদি আসে
-অমিতাভ সরকার
কিশোরী বয়সের পূর্ণতার সময়ে যে কাগজের নৌকো ভাসিয়ে ছিলে আষাঢ়ের ধারায়,
সে নৌকো আজও ভেসে চলেছে।
না বলা কিছু শব্দ ছিল, কিছু ইঙ্গিত ছিল যেটা আজও কুরে কুরে খায়।
আশেপাশে,আকাশে, বাতাসে ঘুরে বেড়ানো শব্দগুলো নিঃসঙ্গতা খোজেঁ বার বার।
মনে করিয়ে দেয় আষাঢ়ের সেইদিন।
মনে পড়ে অবসরে সেই ছেলেমানুষী!
বিস্মিত হতে হয় কি?
কখনো কি ঝাপসা হয় চোখ? দীর্ঘশ্বাস পড়ে?
কাগজের নৌকো কোনো এক দ্বীপে নোঙ্গর ফেলে অপেক্ষায় আছে যদি দুই যাত্রী আসে।
নিয়ে যাবে যৌবনের মোহনায় ফিরিয়ে দিতে আষাঢ়ের দিন।