
কবিতা-অনুপমা চির বসন্তে
অনুপমা চির বসন্তে
-অমিতাভ সরকার
অনুপমা এখনো আসে বারবার।
তার ছবি বারবার মনে মনে আঁকা হয়।
ভেজা চুলের গন্ধ, ঘাম শুকনো কামিজে ডিওড্রেন্টের আবেশ;
মনে করায় বসন্তের হলুদ রোদ্দুর, নীল আকাশ, দুরন্ত চিল, দখিনা বাতাস।
কোকিলের কুহু কুহু ডাক।
কৌটো খুললে এখনো অনুভব করা, শেষ বসন্তে
হাঁসফাঁস ভরা শ্বাস-প্রশ্বাস।
পলাশের আকুতি কানে কানে বলে, যেতে না যাবার কথা।
কৃষ্ণচূড়া এখন হাসে অনুপমার স্বেদবিন্দুতে ভেসে ওঠা প্রতিচ্ছবি দেখে।
আর অনুপমা কি বলে! চোখে চোখে বলে তুমি ছাড়া বাঁচার রাস্তা নাই।
অনুপমা আজও বেঁচে চির বসন্তের দেশে স্বাচ্ছন্দ্যে।
আর সে যুগ যুগ ধরে ঢেউ গুনে চলেছে আরব সাগরের তীরে,
আর শুধু বেলুয়ারীতে ঘর বাঁধার আশায়।


One Comment
Bimal Kumar Sethi
খুব সুন্দর