Site icon আলাপী মন

কবিতা- সামনের দিকে হাঁটছে

সামনের দিকে হাঁটছে
– সুমিত মোদক

 

 

জন্মান্তরের তত্ত্ব পেয়েছি কুরুক্ষেত্র প্রান্তরে;
জীবনকে দেখে নিয়েছি মহামারির অন্দরে;
তবুও জীবন, জীবন শূন্য …
ক্ষমতা দখলের লড়াইয়ে …

মানুষ ভুলেছে ইতিহাস সকল,
ফেলে আসা স্মৃতি-পথ …
জীবন হয়েছে দিক ভ্রষ্ট, অন্ধকারে পূর্ণ…

শ্রীকৃষ্ণ বাজিয়েছে শঙ্খ কয়েক হাজার বছর আগে;
ভীষ্ম এখনও শরশয্যায়, দ্রৌপদী অট্টহাসে;

বুঝিনি কখনও ভারতবর্ষ, সনাতন ইতিহাস;
আর্য, অনার্য করে গেছি কেবল,
ভেঙেছি নিজেরই পরম্পরা
পূর্বপুরুষের তেপান্তরের মাঠ;

এখন আমি আর্যাবর্তে, মীরার ভজন শুনি;
এখন আমি নিজের মধ্যে, ভিতরে ওঙ্কার ধ্বনি;
তবুও কোথাও অন্ধকারে ডেকে ওঠে
অচেনা এক পাখি;
তবুও যেন তোমাকে ছাড়া, জীবন একাকী;

মৃতদেহ ডিঙিয়ে ডিঙিয়ে এগোচ্ছে নতুন প্রজন্ম;
সামনে এখনও অনেকটাই পথ বাকি আছে
ওরাও জানে;
তাই, হাঁটছে ওরা হাঁটছে, সামনের দিকে হাঁটছে;
সভ্যতার প্রথা ভেঙে আরেক সভ্যতা আনছে;
পড়ে থাকবে কুরুক্ষেত্র, পড়ে থাকবো আমরা;

রাখাল-রাজার বাঁশির সুরে সুর মেলবে যখন,
তখন তারা নতুন জগৎ, নতুন প্ৰযুক্তির আলোয়,
ভরিয়ে দেবে,
ছড়িয়ে দেবে,
শান্তির সেই ধ্বনি – ওম…ওম…ওম…

প্ৰযুক্তি তখন মেরুদণ্ড, ধ্বনিটুকু তার প্রাণ;
সনাতন তখন সংরক্ষিত,
সেখানে আমাদের থাকবে না কোনও প্রতিদান!
আমাদের থাকবে না কোনও প্রতিদান।

Exit mobile version