তবু আশা বেঁচে থাকা
-অমল দাস
হঠাৎ জীবন মাঝে বেগতিক ঝড় জাগে,
সাজানো চালা উড়ে হৃদয়ে আঘাত লাগে ।
স্বপনের প্রাপ্ত সুখ খোলা নেত্রে অদৃশ্য তা ,
বয়ে চলে দিবানিশি আত্মরোদন বিফলতা ।
সবুজ কানন নেই মরু হয়ে আসে সব ,
শ্মশানে বুভুক্ষু শকুনের যুগান্তর কলরব ।
আঁধারের কঠিনতা আমৃত্যু অঙ্গ সঙ্গী হয়,
দূর্বা বিস্তার চায় -প্রকৃতির অসীম ভয় ।
অনাবিল সুখ আজ গিরিখাতে হাবুডুবু ,
পার্বত্য উপত্যকায় ক্লান্ত কায়া জবুথবু ।
জঙ্গলে অধিবাসী তল্লাশী নিরাপদ আশ্রয়
প্রতি প্রহরে শেষ সঞ্চিত নেই কোন সাশ্রয় ।
বিশ্বাসে ঘতাক বসে সাপ লুডু খেলা খেলে,
আপনের বিষাক্ত ঘ্রাণ রন্ধ্রে অবাধে চলে।
বসন্ত বিরাগ সেথা অভিমানী শ্রাবণী দোসর
যাপনের পথে সতত চৈতালির মধ্যাহ্ন লহর ।
ভরা উতলা নদী ছলছল, তৃষ্ণায় হাঁসফাঁস
ছুটে দেখা শুখা সব মরীচিকার পরিহাস ।
রোপণের যত ফল নেই আশাতীত মিষ্টতা,
আসলে লাওয়ারিশ প্রাণ জগৎ পিতার ধৃষ্টতা।
প্রান্তিকে থেমে পথ সম্মুখে শূন্য নীল সুদুর ,
নিকষা আস্তরণে ছায় কর্ণে অশরীরী নূপুর ।
যাতনার খেলা ঘরে যৌবন শোষণ চলে,
সমাজ চাবুকাঘাত জীবনের শোধ তোলে ।
কূল হীন সাগর জলে মরা-ই সুখ বুঝি ,
তবু আশা বেঁচে থাকা বাঁচার মানে খুঁজি ।