Site icon আলাপী মন

কবিতা- পালাই চল্

পালাই চল্
-সীমা চক্রবর্তী

ভেজা ভেজা হাওয়ার বেগ
সোঁদা গন্ধে ভরছে দিক,
এমন দিনে আমার চোখ
তোকেই জানি খুঁজবে ঠিক।
ঘন কালো ডাকছে মেঘ
নামলো বুঝি বৃষ্টি জল,
করছে মন কেমন কেমন
এবার আমরা পালাই চল।

দ্রিমি দ্রিমি বাজছে মাদল
পাতা ঘেরা পিয়াল বনে,
নিষিদ্ধ নেশা জাগছে বুকে
চল ডুবি ওর আলিঙ্গনে।
দেখ না কেমন চারদিকে
ধারাপাতের অকূল ঢল,
এই সুযোগে চুপিসারে
এবার আমরা পালাই চল।

ভাসছে দেখ জলের ভিতর
লজ্জা রাঙা তোর মুখ,
আমার চোখে লাগছে ঘোর
এটুকুতেই অনেক সুখ।
নয়তো এসব কথার কথা
ভাবিস না তুই আমায় ছল,
কালকের ভাবনা কাল হবে
এবার আমরা পালাই চল।

কলা পাতার নৌকা গড়ে
আজকে যদি হই নিখোঁজ,
বন্দী সবাই আপন কুলায়
কেইবা আর নেবে খোঁজ।
আমার সাথে মন্দ হতে
রাজি কিনা আছিস বল,
থাকনা পড়ে মায়ার বাঁধন
এবার আমরা পালাই চল।

Exit mobile version