Site icon আলাপী মন

কবিতা- বর্ষা- বৃষ্টি

বর্ষা- বৃষ্টি
-অমিতাভ সরকার

বর্ষা কেন নামটি তোমার
বৃষ্টি হলেও পারতো।
মেঘের নাম নীরদ মালা
চুপি চুপি দেখতো।

নীল আকাশ দিনের বেলায়
রাতের বেলাতেও তাই।
দিনের বেলায় সূর্য কিরণ
তারার দেখা নাই।

ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে
উল্কা সম ভাই।
মেঘের দিশা যেদিকে
বৃষ্টি সেদিকে ধায়।

বর্ষা হওয়া, বৃষ্টি হওয়া;
বুঝি নাকো তফাৎ।
কথা বলার রকম ফেরে
সৌন্দর্য করেছে মাত্।

বর্ষা এলে হাসছে মানুষ-
হাসছে পক্ষী, বৃক্ষ কুল।
ভাসছে পাহাড়, ভাসছে নদী
হাসছে দিঘী, শালুকফুল।

মেঘের মেলায় পাগল হাওয়া
উদাস তোমার মন।
হাত বাড়িয়ে বৃষ্টি ধরো
খুঁজছো নিজের জন।

Exit mobile version