কবিতা

কবিতা- এ তুমি অন্য তুমি

এ তুমি অন্য তুমি
-রাণা চ্যাটার্জী

 

 

ক্ষত বিক্ষত হয়েছি বহুবার…
কাঠের পাটাতনে গাঁথা পেরেক খোঁচা শব্দ বাণ
সময়ে অসময়ে ফালা ফালা করেও ভ্রুক্ষেপহীন তোমার সন্তুষ্টি আনতে পারে নি।

কখনো হয়তো সামান্য উপলব্ধিটুকুই আসে না তোমার ব্যবহার,

শব্দ ঔদ্ধত্য অন্যের মনে ঠিক কতখানি মানসিক যন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখে!

খারাপ আচরণ অনেকটা বল্লমের মতো
অথবা ধনুক থেকে ধাবমান  তীক্ষ্ম তীর…..
চামড়ার ঠোঁট থেকে বেরুনো কটু শব্দ একবার
বেরুলে তীরের মতোই সস্থানে ফেরানো যায় না।
ততক্ষণে তা অন্যদের মনে বিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া করে তছনছ তাণ্ডব।

ওদিকে কারুর সাতে পাঁচে থাকি না ভাবনায় নিরালায় গিটারে তোলো মন উদাসী জল তরঙ্গ।
ক্রমশ দুর থেকে দূরে অলোক বর্ষ দূরে ছুঁড়ে কাছের মানুষগুলো এক এক করে যায় সরে….

তবু শুধরাবে না পণ করে সময় পেলে শান দাও অন্যের দোষ খুঁজে বের করা তীক্ষ্ম শব্দ জনক।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page