ভালোবাসার মানে
-সুনির্মল বসু
সরষে ক্ষেত, ধানজমি, বিলের জলে শাপলা শালুক, রেলগাড়ি ঝমাঝম, কাঁঠালি চাঁপার গাছ,
দোলনচাঁপার ভুবন, তার ওপারে তোমাদের বাড়ি,
তোমার একলা জীবন,
তোমাকে দেখেছি, আলপথে জল আনতে,
সরস্বতীপূজোর ফল কাটতে, ভাইকে স্কুলে এগিয়ে দিতে, তোমাকে দেখেছি, মুগ্ধ হয়েছি কতবার,
এই মুগ্ধতার কথা বলা হোল না আজো,
কি করি, আমার ছন্নছাড়া জীবন,
অথচ, কপালে লাল টিপ, বাঁকা সিঁথি, ছাপা শাড়ি, চোখে কাজল, ঢেউ ঢেউ কেশরাশি, বেশ লাগে তোমাকে,
একদিন কোনো রাজকুমার নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবে, তাও জানি,
সুনয়না, বড্ড ভালোবাসি তোমাকে,
তোমাকে ভালোবাসি এই গাছপালা রোদ্দুর, ঐ সাঁকো, কাঁঠালি চাঁপার বনভূমি সহ,
তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাবো,
গাছের গায়ে, নদীর কিনারে তোমার নাম লিখে রেখে যাবো,
নাইবা তুমি আমার হোলে, বাতাস জানুক এই নীরব ভালোবাসার মানে।