অণু কবিতা অণু কবিতা- ভালোবাসা হারিয়েছে পথ July 15, 2021 / ভালবাসা হারিয়েছে পথ– সমীর হালদার পুঞ্জীভূত মেঘের উলম্ব স্তূপেআকাশ ঢেকেছে আজ।এখনই নামবে আঁধার পৃথিবীর বুকে…সীমাহীন বিরহের অন্তহীন আঁচলে ঢাকাএ কেমন প্রেম রেখে গেলে তুমি!ভালবাসা আজ হারিয়েছে পথগহন রাতের কোন অন্ধকারে,বিষাদের কালো মেঘে ঢাকাস্বপ্নের বেলাভূমি।