কবিতা- জীবন দেবতা

জীবন দেবতা
 -অবশেষ দাস

 

তোমার ছায়াতে দেখি, একান্ন পীঠ
দু-পায়ের ধুলোর মত ধানক্ষেত হৃদয়ে, নিঃশর্ত ঠাঁই দাও।
তোমার দু-পায়ে দেখি, তীর্থের আলো
তপোবন ঘেরা এক গৃহস্থ মন।
তোমার দু’চোখে আছে
গঙ্গা ও পদ্মার বিধৌত কলাবতী রাগ।
তোমার দু’হাতে ওঠে,
মুঠো মুঠো শস্যের বিবর্ণ শোক
আষাঢ়ের রামধনু সাঁঝ, গুচ্ছ কয়েক ভালোবাসা..
তুমি নিঃশর্ত ঠাঁই দাও, মেঘবর্ষার কবিতা ও অনর্গল শ্রাবণ-ঘুঙুরে।

Loading

Leave A Comment