কবিতা- প্রাক্তন

প্রাক্তন
-সুমিতা পয়ড়্যা

 

 

প্রাক্তন শব্দটি শুনলে অতীত মনে হয়
প্রাক্তন মানে তো অতীতই।
এ এমন অতীত যা বর্তমানে থাকে, ভবিষ্যতে থাকে
যখনই হোক না কেন স্মৃতিতে মিশেই থাকে
তাকে না যায় ভোলা, না যায় ভুলে থাকা।
মনে প্রাক্তন হলেও সর্বক্ষণের বর্তমান।
এক আলোকবর্ষ দূরে থাকলেও অশেষ কষ্ট- যন্ত্রণা সহ্য করা
কঠিন ভাবে বাঁচা;
প্রাক্তন মানে যার কথা মনে হলে এখনো বুকের ভেতরটা হা হা করে ওঠে, চিনচিন করে ওঠে,
ভুলতে গিয়ে বেশি করে মনে পড়ে যায়
প্রাক্তন বোধ হয় এমনটাই!
প্রাক্তন হলেও সে তো প্রিয় মানুষ।
প্রাক্তন মানে এক বিশাল ইতিহাস।
প্রাক্তন কি কখনো দুজনের হয়!
অবুঝ ভালোবাসা একজনেরই থাকে
না হলে বিচ্ছেদ হবে কেন; নাহলে অসহ্য হবে কেন!
না না, প্রাক্তন একজনের দিক থেকেই হয়
প্রাক্তনকে কোন সীমারেখায় বাধা যায় না।
প্রথম প্রেম তো ছাড়াছাড়িতে প্রাক্তন হয়।
তাকে ভুলবে কার সাধ্য! তবু প্রাক্তনই বলতে হয়।
শত শত পুরাতন গল্প কথা যেমন নতুন থাকে,
বুকের বামপাশে প্রাক্তনও সর্বদা বিরাজমান।
প্রাক্তন এর আয়োজন থাকে, প্রয়োজন থাকে,
কিন্তু কখনো ফিরে আসে না।
যা হারিয়ে যায় তা হারিয়েই যায়।
মন ভেজায় একা থাকা সুখের গন্তব্যে
একাকিত্বেই সম্পূর্ণতা; প্রহর গোনার প্রতীক্ষায় সম্পূর্ণতা
প্রাক্তন এসবের উর্দ্ধে।
ওরা ছেড়ে দেবে বলেই প্রাক্তন হয়–
ওরা কষ্ট যন্ত্রণা দেবে বলেই প্রাক্তন হয়–
ওদের নেশাতে প্রাক্তন, পেশাতে প্রাক্তন
প্রাক্তন শিরোপা নিতে ওরা ভালোবাসে।
কিন্তু প্রেমিকাকে ভালোবাসে না।
ওরা উজ্জ্বল আলোর গহনে ডুব দিতে ভালোবাসে,
ওরা আড়ম্বরের জীবনে নিজের সুখের সখ্যতাকে ভালোবাসে,
খড়কুটোর মতো অযাচিত হয়ে স্বপ্নের আবেশে বেঁচে থাকতে ভালোবাসে,
ওরা মরীচিকা বোঝেনা,
প্রেমিকার পাঠানো শেষ চিঠি পড়ে না,
জমকালো বিপুল দীর্ঘ বহুতলে মহিমার, পিয়াসার মসি মাখে;
তবুও ওদের পাষাণ হৃদয়ে কোনো আক্ষেপ থাকে না।
অপেক্ষা, প্রতীক্ষারা তো দূর অস্ত!
ওরা প্রাক্তন হতেই ভালোবাসে। আপনার আপনজন ভালবাসাকে কখনো ভালোবাসে না।

Loading

Leave A Comment