সময় হয়তো শেষ হয়ে আসছে, দেখছো না প্রদীপের দপ দপ প্রজ্জলন! কিছু দিশা নিয়ে যাচ্ছে, দেখে নিতে চায় পৃথিবীর রূপ। তোমার রূপে মুগ্ধ হয়েছিল কবি, লিখেছিলো কতকিছু,
কোনটা সেরা সে নিজেও জানে না। সেরা খুঁজতে খুঁজতে, খুঁজছে মেঘলা দিনে তোমার ঠোঁটে পড়া প্রথম বৃষ্টি ফোঁটা।
One Comment
Anonymous
অপূর্ব প্রকাশ