দূরত্ব
-রীণা চ্যাটার্জী
দূরত্ব মাপার চেষ্টা করিনি কখনো,
তাও ছুঁয়েছে একটু একটু করে,
সময়ের সমানুপাতিক কড়চায়-
অনিচ্ছায়,অবিচারে,অনিশ্চয়তার ভোরে।
প্রতিফলিত রশ্মির মতো
ঠিকরে পড়েছে মনের আনাচে কানাচে-
বরফের ওপর যেমন রৌদ্রের নৃত্য
নৃশংসতার শৈলী এঁকে..
তীব্রতার আল্পনা দিয়ে প্রলয়ের
প্রশ্রয় খোঁজে, হিমবাহের স্থির কম্পনে-
দূরত্ব নেমে আসে সৃষ্টির দোলাচলে..
ঠিক সেই ভাবে মুহূর্তের ঘাতে-প্রতিঘাতে
নীরবতার মূর্ছনায় দূরত্ব ছুঁয়েছে আমায়।
ঠিকানা হারানো কোলাহলের
লবণাক্ত স্বাদে দূরত্ব ছুঁয়েছে আমায়।
রঙ বেরঙের বেলোয়ারীর বালিয়াড়ি
হাতড়ে, ছিন্ন সুখ ছোঁয়ার প্রয়াসে-
ব্যর্থতার পরিসরে দূরত্ব ছুঁয়েছে আমায়।
দূরত্ব চাই নি আমি, দূরত্ব ছুঁয়েছে আমায়।
দূরত্ব খুঁজি নি আমি, দূরত্ব খুঁজেছে আমায়।
অসাধারণ
ধন্যবাদ
ভীষণ ভালো
ধন্যবাদ
অসাধারণ কবি র কলম
ধন্যবাদ