Site icon আলাপী মন

কবিতা- পারাবত

পারাবত
-মিঠু ঘোষ

 

 

আমি যদি হতাম তোমার পারাবত,
তবে নিশ্চই সব কথায় দিতে আমায় মত।

রাখতে আমায় শিকল দিয়ে পায়ে,
খাবার দিতে একটু খানি এগিয়ে।

মাঝে মাঝে বলতে কথার বুলি,
একটু খানি খাঁচার মুখটা খুলি।

ভালোবাসার কথাগুলি বলতে আমায় যে,
মনের মানুষ আছে তোমার সাজে।

থাকতো সে যে দূর ঠিকানায়,
যেথায় তুমি যাবে পক্ষীরাজের ঘোড়ায়।

বলতে আমায় একটু খানি দিবি করে কাজ,
পত্র খানি পৌঁছে দিয়ে আয় নারে তুই আজ।

আমি তখন ছোট্ট দুটি ঠোঁটে,
চিঠি খানি আঁকড়ে আঁটে সাটে।

চলে যেতাম উড়ে দূর দেশে,
যেথা রাজ কন্যা অপেক্ষায় বসে।

পত্র খানি দিয়ে তার হাতে,
জানিয়ে দিতাম এসেছি রাজপুত্রের মতে।

রাজকন্যা যত্ন নিয়ে আদর করে আমায়,
বলতো পাখি আবার এসো রইবো আমি আশায়।

আমি তখন কথা দিতাম তাকে,
আসবো আমি তোমার মিষ্টি ডাকে।

Exit mobile version