হে দয়াবান
-অমরেশ কুমার
স্বর্গ তোমার মর্ত্য তোমার তোমারই তো সৃষ্টি
তোমার নামে পুজো হলে ধরায় নামে বৃষ্টি,
পদ্ম ফোটে জবা ফোটে সবই তোমার নামে
তোমার মায়ায় সৃষ্টি মোরা কেবা তাহা জানে।
তুমি সবার ভগবান হে প্রভু, সবার ভগবান
তুমি কৃপা করো চলার পথে, হে দয়াবান।
ফলও ধরে ফুলও ঝরে সৃষ্টি হতে প্রাণ
বীজের মাঝে লেখা থাকে তোমারই তো নাম।
রাতের আঁধার দিনের আলো সবই তোমার জন্য
পূর্ণিমার চাঁদও হয় তোমার মায়াই ধন্য।
তুমি সবার ভগবান হে প্রভু, সবার ভগবান
তুমি কৃপা করো চলার পথে, হে দয়াবান।
তোমার নামে বাতাস বহে প্রাণে আসে গতি
তোমার রঙে রঙিন হয়ে ওড়ে প্রজাপতি,
ময়ূরও পেখম মেলে তোমার দেখার জন্য
তোমার মাথায় পেখম এলে রূপ যে হয় পূর্ণ।
তুমি সবার ভগবান হে প্রভু, সবার ভগবান
তুমি কৃপা করো চলার পথে, হে দয়াবান।
তুমি নারী তুমি পুরুষ তুমি মাতৃরূপ
তোমার মধ্যে লুকিয়ে আছে রাধারাণীর রূপ,
তুমি ধর্ম, তুমি জ্ঞান তুমি সর্বরূপ
তুমি সৃষ্টি তুমি বিনাশ তুমি আদি রূপ
তোমার জ্ঞানে জ্ঞানী হলে তুমি দেখাও বিশ্বরূপ।
তুমি সবার ভগবান হে প্রভু, সবার ভগবান
তুমি কৃপা করো চলার পথে, হে দয়াবান।