কবিতা- ধনপতি

অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার

ধনপতি
-বিভূতি ভূষন বিশ্বাস

ধনসম্পদের অধিকারি হতে চাও ?
অবশ্যই গ্রহের আশীর্বাদ কুড়াও ।
রাহু,কেতু,শনি,বৃহস্পতি গ্রহ গুলি,
জীবনে এদের প্রভাব নয় মামুলি ।
রাহু,খ্যাপা ভোলা মানুষ,খাবারে খুশ,
কুকুরকে খাওয়ালে,কেতু হবে হুশ ।
শনির পছন্দ কালো,সতর্কতা ভালো,
গুরুজনই হল বৃহস্পতির আলো ।

দুটি ভাগে,ভাগ হয়েই,গড়ে সৌভাগ্য,
একটাকে ছাড়া আন্যটি আনে দুর্ভাগ্য ।
তুমি আমি সবাই ভাগ্যের সাথে জোড়া,
কর্মই করে যত,ভাগ্যের ভাঙ্গা গড়া ।
জ্যোতিষ শাস্ত্র এটা,মানো নাইবা মানো,
জীবনে কর্মটাই আসল কথা জানো ।

Loading

One thought on “কবিতা- ধনপতি

Leave A Comment